সন্ত্রাসের পরিচয় কেবল ‘অপরাধী’তেই সীমাবদ্ধ রাখা উচিত। কোনো ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হলে তার পরিচয় ধর্ম, গোষ্ঠী বা রাজনৈতিক দলের মাধ্যমে বিচার না করে, অপরাধীর পরিচয়েই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, “কোনো ব্যক্তি যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে, তবে সে ব্যক্তিই দায়ী থাকবে। তার ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় অপরাধের বিচার প্রক্রিয়ায় গুরুত্ব পাবে না। অপরাধী মানেই অপরাধী।”
আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার প্রতিরোধে করণীয় বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে। সংগঠনের নাম বা পরিচয় ব্যবহার করে অপরাধের দায় এড়ানোর সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধ করে, তাহলে সেই সংগঠনকে নয় বরং ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা উচিত। আমাদের সতর্ক থাকতে হবে এবং সমাজে সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আলোচনা সভায় বলেন, “অপরাধী যেই হোক, তার পরিচয় কেবল সন্ত্রাসী হিসেবেই থাকবে। কোনো ধর্ম, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সে আইনের হাত থেকে রেহাই পাবে না। আলিফ হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম এবং মধ্যযুগীয় পদ্ধতিতে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “ধর্মের নাম ব্যবহার করে বা রাজনৈতিক দলের পরিচয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
মেয়র আরও বলেন, “চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষ কখনো সহিংসতাকে সমর্থন করে না। আমাদের ঐতিহ্য সৌহার্দ্যপূর্ণ এবং এই ঐতিহ্য বজায় রাখতে আমরা কঠোর ভূমিকা পালন করব।”
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে আইনের সঠিক প্রয়োগ অপরিহার্য।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গভীর উদ্বেগের বিষয়। সন্ত্রাসীদের কোনো দলে রাখা যাবে না। তাদের পরিচয় কেবল অপরাধী হিসেবেই বিবেচিত হবে।”
চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আর কে দাস রুপু, নগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া এবং চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম,চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, খান তালাত মাহমুদ রাফি, নগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আর কে দাস রুপু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, নগর সদস্য সচিব বাপ্পি দে, দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরন বিশ্বাস, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব বিপ্লব পার্থ, সৌরভ প্রিয় পাল, বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ।