চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালত এলাকায় সংঘর্ষে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের সূত্রপাত হয় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২১ জনকে আটক করে এবং ককটেলসহ ৬ জনকে গ্রেফতার করে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।
এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)ও এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।