চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে শোক প্রকাশ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ (২৭ নভেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে সমাবেশের ঘোষণা দিয়ে বলা হয়, “আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে রূপান্তর করব।”
আইনজীবী সাইফুল ইসলাম গতকাল আন্দোলনকারীদের হামলায় নিহত হন। এ হামলা হয় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনের সময়। চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করা হয়। এ ঘটনায় উত্তেজনার জেরে সংঘর্ষ ঘটে এবং আইনজীবী আলিফ প্রাণ হারান।