প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত দেশের জনপ্রিয় দুই প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। ২০১০ সাল থেকে চলমান ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সালে শুরু হওয়া ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এখন থেকে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ নামে পরিচিত হবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ পরিবর্তনের বিষয়ে নির্দেশনা দিয়েছে। নাম পরিবর্তনের সিদ্ধান্তটি গত ৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয় এবং ২৬ নভেম্বর তা মাঠপর্যায়ে কার্যকর করার চিঠি পাঠানো হয়েছে।
সচিব ফরিদ আহাম্মদ জানান, এটি একটি নীতিগত সিদ্ধান্ত। সরকার বদলের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর ৬৫ হাজার ৫৬৬টি বিদ্যালয়ের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। গত এপ্রিলে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছিলেন।
নাম পরিবর্তনের মাধ্যমে টুর্নামেন্টে নতুন পরিচয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।