ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এতে সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে এ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং গ্রহণ বন্ধ রয়েছে।
বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা প্রায় ৫০-৬০টি আলু ও পেঁয়াজবাহী ট্রাক ভারতের ভেতরে আটকা পড়েছে বলে জানা গেছে। শুধুমাত্র আগের স্লট বুকিং থাকায় সকালে আলুবাহী একটি ট্রাক বন্দরে প্রবেশ করতে পেরেছে।
পশ্চিমবঙ্গের রপ্তানিকারক পাপ্পু আগরওয়াল জানিয়েছেন, রোববার (২৪ নভেম্বর) সকাল থেকেই অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মালদা ও বালুঘাট জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
পাপ্পু আগরওয়াল আরও বলেন, “আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় উভয় দেশের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”
পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে। নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ও পেঁয়াজ রপ্তানির ওপর ক্ষোভ প্রকাশ করেন। এরপর টাস্কফোর্সের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিন্ন রাজ্য ও বাংলাদেশে রপ্তানি স্থগিত থাকবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া অনুচিত। আমাদের অনেক এলসি করা আছে, যা পূরণ করা জরুরি। রপ্তানি বন্ধ থাকলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হব।”
পশ্চিমবঙ্গ সরকারের মতে, আলু ও পেঁয়াজের রপ্তানি চলমান থাকায় রাজ্যের বাজারে দাম বাড়ছিল। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, এই পদক্ষেপ উভয় দেশের বাজার ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।