চট্টগ্রামের পাথরঘাটাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনভর সংঘর্ষে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান সাইফুল।
রাতভর যৌথ বাহিনীর অভিযানে পাথরঘাটা, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের। তবে হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
আজ বুধবার নিহত সাইফুলের জানাজার তিন দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে।