বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ষড়যন্ত্রকারীদের হীন প্রচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, “অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি অস্থিতিশীলতা এড়াতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দেন।
এদিকে, জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, “উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে নয়, উগ্রপন্থিতা দেখে হবে।”