চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জামায়াতের কর্মী দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি হত্যাকাণ্ডটিকে “নৃশংস, বর্বরোচিত ও নিন্দনীয়” আখ্যা দেন এবং বলেন, “এ ধরনের অমানবিক ঘটনা বাংলাদেশে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে।” তিনি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান মরহুম আলিফের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আলিফের আত্মত্যাগ দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে, এবং দেশপ্রেমিক জনগণ যেকোনো উসকানিতে শান্তিপূর্ণ প্রতিক্রিয়া দেখাবে।”