বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩৫০০ জন কৃষকদের মাঝে বীজ এবং ৪৫০০ জন কৃষকের মাঝে উফসী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (২৬নভেম্বর) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্ভোধন করেন এবং প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ জসীম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন কুমার নন্দী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী, উপ সহকারি কৃষি কর্মকর্তা, উপকারভোগী কৃষক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক বলেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিএডিসি থেকে প্রাপ্ত হাইব্রিড ধানের বীজ ২ কেজি করে ৩৫০০ জন কৃষক, আর উফসী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ৪৫০০ জন কৃষক । সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসাবে এ বীজ ও সার বিতরন করা হচ্ছে বলে তিনি জানান ।