দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান মঙ্গলবার (২৬ নভেম্বর) এই সিদ্ধান্ত নেন। আহসান হাবীবকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহেদুল ইসলাম।
রবিবার (২৪ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে এক মতবিনিময়ে ওসি আহসান হাবীব রাজনৈতিক বক্তব্য দেন। সেখানে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং খাঁটি বিএনপি নেতাদের তালিকা চাওয়ার পাশাপাশি তাদের সহযোগিতার আশ্বাস দেন।
এ বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। যদিও পুলিশ সুপার রায়হান উদ্দিন খান চট্টগ্রাম নিউজ-কে জানিয়েছেন, ওসি আহসান হাবীবকে প্রত্যাহার প্রশাসনিক কারণে করা হয়েছে এবং এই বিতর্কিত বক্তব্যের সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিনা তা তিনি খোলাসা করেননি।