চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি সরফভাটা ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় দেওয়া তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
ওসি আহসান হাবিব ওই সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন।” তিনি আরও বলেন, “আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই।” বক্তব্যে তিনি বিএনপি নেতাকর্মীদের মামলা করতে সহযোগিতার আশ্বাসও দেন।
স্থানীয় বাসিন্দারা এই বক্তব্যকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, একটি নিরপেক্ষ প্রশাসনের আশা থাকলেও ওসি আহসান হাবিবের এই বক্তব্য তাকে একজন রাজনৈতিক ‘এজেন্ট’ হিসেবে প্রকাশ করেছে।
ওসি আহসান হাবিবের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, পুলিশের পোশাক পরে এবং সরকারি দায়িত্ব পালনকালীন এমন বক্তব্য দেওয়া কতটা শোভনীয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান হাবিব চট্টগ্রাম নিউজ’কে বলেন, “এটা আমার ভুলবশতে হয়ে গেছে। বিষয়টি আপনারা সাংবাদিক ভাইয়েরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
একই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, “তার বক্তব্যটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আহসানের বক্তব্যে স্থানীয়রা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, “প্রশাসন দলীয় রাজনীতির বাইরে থাকবে—এমনটাই আশা করেছিলাম। কিন্তু ওসি এমন বক্তব্য দিয়ে সেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন।”