চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা, অস্ত্র, এবং অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকার পর গতকাল ২৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার হোটেল সোনালীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজুল হককে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার কথা স্বীকার করেছেন।
আত্মগোপনের সময় আজিজুল হক বিদেশে অবস্থান করলেও চলতি বছরের ৫ আগস্ট দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর রাউজানে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করে বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটান। এরপর থেকেই তিনি নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। চাঁদাবাজি, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো অপরাধের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।
রাউজান থানার তথ্য অনুযায়ী, আজিজুল হকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি, এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলা রয়েছে। সম্প্রতি এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হলে তিনি অগ্নিসংযোগ এবং লুটপাটে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
র্যাবের অভিযানের পর আজিজুল হককে রাউজান থানায় হস্তান্তর করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর জানান, তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।