বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সদস্য নিহত হন। এছাড়া, সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে। বর্তমানে অভিযানটি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ২০২২ সালের এপ্রিল মাসে বান্দরবানে আত্মপ্রকাশ করে। কেএনএফ-এর সামরিক শাখা কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) গেরিলা প্রশিক্ষণের জন্য ২০১৯ সালে মিয়ানমারের কাচিন প্রদেশে যায় এবং ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত দলটি দেশে ফিরে আসে। এই দলটি বর্তমানে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সক্রিয় রয়েছে।