চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে প্রতিবন্ধীর বাড়ি থেকে তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। চুরি হওয়া ওই গাড়িটির নাম্বার চট্টগ্রাম-থ-১৪-৭৩১৯, ইঞ্জিন নং: AZZWKG04938, চ্যাসিস নং: MD2A27AY6KWG17427।
প্রতিবন্ধী হওয়ার পরেও ভিক্ষাবৃত্তি না করে অটোরিকশা চালিয়ে শারিরীক প্রতিবন্ধী জাহেদ উদ্দিন রানা তার পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ করতেন। অটোরিকশা হারিয়ে প্রতিবন্ধী এবং তাঁর পরিবার নির্বাক হয়েছেন। ভবিষ্যতের চিন্তায় তাঁরা ভেঙ্গে পড়েছেন।
গত ১৬ নভেম্বর রাতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রানার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, তিনি শারীরিক প্রতিবন্ধী। তার দুটো পা অচল। প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো কাজ করতে পারেননা। অতিকষ্টে ও বিভিন্ন ব্যক্তির সহায়তায় তাঁর পিতা কামাল উদ্দিন ও বিত্তশালীদের সহযোগিতায় তাঁকে একটি সিএনজি কিনে দেন। সিএনজি রানা ও পাশাপাশি তাঁর বাবা কামাল উদ্দিন চালিয়ে কোনো রকম তাঁদের সংসার চালায়। কিন্তু এখন কি করবেন,তা নিয়ে তিনি কান্নাকাটি করছেন।
স্থানীয়রা জানান একে তো প্রতিবন্ধী তাঁর উপর গরীব মানুষ। তাঁর সিএনজিটি চুরির খবর শুনে খুব খারাপ লাগছে। যাঁরা এমন নির্দয় কাজটি করেছেন, তাঁরা মোটেও কাজটি ঠিক করেনি। সিএনজি হারিয়ে প্রতিবন্ধী এবং তার পরিবার নির্বাক হয়েছেন। ভবিষ্যতের চিন্তায় তারা ভেঙ্গে পড়েছেন বলেও জানান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রতিবন্ধীর সিএনজিটি উদ্ধারে চেষ্টা করতেছি এবং তাঁর পরিবারের প্রতি মানবিকতায় বিত্তবানদের সহযোগিতা করার অনুরোধ করছি।’
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।