চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়উঠান (৩ নম্বর ওয়ার্ড) ফাজিল খাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. বাহাদুর খাঁন।
মৃত শিশু তানিশা আক্তার ফাজিল খাঁর হাট এলাকার বাদশা সওদাগরের বাড়ির মো. সালাউদ্দিনের মেয়ে। ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের টিমসহ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ইউপি সদস্য মো. বাহাদুর খাঁন বলেন, পুকুরে ডুবে যায় পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস এসে শিশুটিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি ঘটনাটি খুবই মর্মান্তিক উল্লেখ করে শিশুদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।