মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির উভয় পক্ষের সং’ঘ’র্ষ, আহত ১৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনার পর আতঙ্কে নিজামপুর বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন যুবদল নেতা আরমান হোসেন (২০), মোহাম্মদ সুমন (৩৪), এমরান হোসেন (২২), মফিজুল ইসলাম (৩৪), শহীদুল্লাহ খানসাব (৬০), রাসেল (৩০), যুবদল কর্মী ইমন (২১), ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম (৩৮), যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন (৩৫), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইমাম (৪৫), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন (২৬), সদস্য টিটু (৩৫) ও ছাত্রদল নেতা নাহিদ রায়হান চৌধুরী হিমেল (২০)।

ওয়াহেদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রহিম চৌধুরী স্বপন বলেন, বৃহস্পতিবার নিজামপুর বাজারে যুবদল কর্মী আরিফ শ্রমিকদল কর্মী মুরাদকে মারধর করে। এ বিষয়ে শুক্রবার যুবদল কর্মী টিটু আরিফকে জিজ্ঞেস করতে গেলে টিটুকেও আরিফের লোকজন মারধর করে আটকে রাখে। এসময় খবর পেয়ে অন্যনেতাকর্মীরা গেলে তাদেরও হামলা করেছে। এতে আমাদের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা স্বপনের ব্যক্তিগত দ্বন্ধের কারণে এমন হামলার ঘটনা ঘটেছে। তাঁর নেতৃত্বে ফরফরিয়া গ্রামের শামলাসি বাড়িতে ঘরে ঢুকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের কুপিয়েছে। মহিলাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। আরমান নামে এক যুবদল কর্মীর পেটে চুরি ঢুকিয়ে দেয় এবং ছেলেকে বাঁচাতে আসলে বাবা খানসাবকেও মারধর করে। আরমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মূলত স্বপন এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, বিএনপির গ্রæপিংয়ের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেনি। নিজামপুর এলাকায় ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। আহত সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মিরসরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন দীর্ঘদিন ধরে দু’টি গ্রæপে বিভক্ত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী গ্রুপের নেতৃত্ব দেন। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন গ্রæপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, মারামারির ঘটনায় আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার মাথা, হাত, পেট, কোমরে আঘাতের চিহৃ রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, নিজামপুর এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কাপ্তাইয়ের জয়িতা নারী  মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

রাঙামাটির কাপ্তাইয়ের সফল জননী হিসাবে জয়িতা নারীর সম্মাননা পেলেন...

কম দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে কেনা দামে সবজি বিক্রি করছেন চকরিয়া...

লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রা নি‌য়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:২০ জন আহত

বাঁশখালীর সাগর উপকূ‌লের লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট...

কোন ষড়যন্ত্র অর্জিত বিজয়কে ধূলিসাৎ করতে পারবে না: নজরুল ইসলাম

জনগণ সচেতন থাকলে কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার বিজয়কে ধূলিসাৎ...

নানা কর্মসূচির মাধ্যমে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

চন্দনাইশে "জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুন‍্যের একতা, গড়বে আগামীর...

আরও পড়ুন

কম দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে কেনা দামে সবজি বিক্রি করছেন চকরিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।ফলে ক্রেতাগণ কম দামে সবজি ক্রয় করছেন বলে জানা যায়।সোমবার পৌরশহরের কাচাঁ বাজার...

লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রা নি‌য়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:২০ জন আহত

বাঁশখালীর সাগর উপকূ‌লের লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রে নি‌য়ে যাওয়ার ঘটনায় দুপ‌ক্ষের সংঘর্ষে কমপ‌ক্ষে ২০ জন আহত হ‌য়ে‌ছেন।সোমবার (৯‌ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় সর‌ল...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ কে দৃঢ়তার সাথে মোকাবেলা...

কোন ষড়যন্ত্র অর্জিত বিজয়কে ধূলিসাৎ করতে পারবে না: নজরুল ইসলাম

জনগণ সচেতন থাকলে কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার বিজয়কে ধূলিসাৎ করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও পরিবেশবিদ মোঃ...