চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস পিডাব্লিউডি মসজিদের সামনে শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে মো: আবুল কালামের পুত্র মোঃ কাশেম (৩৪) ও মোঃ হাছান আলীর পুত্র মোঃ আশরাফুল (৩৫) গুরুতর আহত হন।
পাল্টাপালটি হামলায় আহত অবস্থায় দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ২নং ওয়ার্ডে ভর্তি দেন।
এই প্রসঙ্গে জানতে চেয়ে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোঃ রুবেল আফরাদের সাথে যোগাযোগ করলে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, উক্ত ঘটনা সম্পর্কে আমরা অবগত নয়। থানায় এসে কেউ অভিযোগও করেনি। অভিযোগ আসলে আমার বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।