ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ ওঠার পর আদানি গ্রুপের সঙ্গে দুটি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ সিদ্ধান্তের কথা জানান।
বাতিল হওয়া প্রথম চুক্তিটি ছিল প্রায় ২০০ কোটি ডলারের, যার আওতায় নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ এবং যাত্রী টার্মিনালের উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৩০ বছরের জন্য বিমানবন্দরটির নিয়ন্ত্রণ পেতো আদানি গ্রুপ।
দ্বিতীয় চুক্তিটি ছিল ৭৩ কোটি ৬০ লাখ ডলারের বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প, যা গত মাসেই স্বাক্ষরিত হয়েছিল। প্রেসিডেন্ট রুটো জানিয়েছেন, দেশের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।