গত এক দশকে দেশে শিক্ষার হার বাড়লেও, শিক্ষার মান বাড়েনি বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার(২০নভেম্বর) পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
মেয়র বলেন, গত এক দশকে দেশে শিক্ষার হার বাড়লেও মান বাড়েনি। ফলে, রাষ্ট্রের সর্বত্র নৈতিকতার অবক্ষয় দেখা গিয়েছে, সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং এর মতো নিকৃষ্ট কালচার, মাদকের পথে হেটে নষ্ট হয়েছে আগামীর প্রজন্ম। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে জোর দিতে হবে নৈতিক শিক্ষায়।
“শিক্ষার অগ্রগতির প্রয়োজনে বিদ্যালয়ের গভর্নিং বডি পরিবর্তন করতে হবে। যারা এখানে নিয়মিত আসতে পারবে, ছেলেমেয়েদের খোঁজ-খবর নিতে পারবে, নিয়মিত শিক্ষক-শিক্ষিকার সাথে কথা বলতে পারবে, তাদেরকে নিয়ে ছোট আকারে একটি গভর্নিং বডি করার অনুরোধ জানাচ্ছি। অনতিবিলম্বে এটা করতে পারলে দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করা যাবে। শিক্ষকগণ সবসময় আমাদের কাছে গিয়ে যোগাযোগ করা সম্ভব নয়; কাজেই এ ধরনের একটা গভর্নিং বডি যদি তৈরি হলে বিদ্যালয়ের কার্যক্রম আরো বেশি গতিশীল হবে বলে আমি মনে করি।
তিনি বলেন, যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সবাই কিন্তু এখানে পুরস্কার পাবে না। আজকে যারা পুরস্কার পাচ্ছে তারা একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আর যারা পুরস্কার পাচ্ছে না তাদেরকে ওই ধরনের কমিটমেন্ট নিয়ে এগিয়ে যেতে হবে যে আগামীতে আমিও যাতে এই পুরস্কারটি পেতে পারি। এখন থেকে সে অধ্যবসায়, সেই চেষ্টা চিন্তা তোমাদের মধ্যে থাকতে হবে এবং প্রতিটি জায়গায় হার জিত আছে। কাজেই যারা জিতবে তারা যেনো যারা হেরে গিয়েছে তাদের সাথে যাতে কোন ধরনের ওই মনোভাবনা না দেখাই যে আমি বড় হয়ে গেছি তাকে কেন আমি মানবো? কাজেই এ ধরনের কোন বৈষম্য থাকা উচিত নয়।
“বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। আমরা চাই এজন্য সব জায়গায় একটি সাম্যতা থাকুক। শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদন্ড। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছুই হতে পারে না। আমাদের যেমন একটা স্পাইনাল কর্ড আছে। স্পাইনাল কর্ড ভেঙ্গে গেলে যেমন আমার শরীর প্যারালাইজড হয়ে যায়, ঠিক একইভাবে কোন জাতির শিক্ষা ব্যবস্থা যদি ভেঙ্গে যায় তখন এই জাতি আর দাঁড়াতে পারেনা। “
বাংলাদেশকে আজকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের ছাত্র-ছাত্রী একদিন এদেশের কর্ণধার হবে, একদিন তারা বিচারক হবে বিচার করতে গিয়ে যদি কোন নিরীহ লোক যদি হয়রানির শিকার হয় তাহলে ওই শিক্ষার আর কোন দাম থাকবে না। পুঁথিগত বিদ্যার চাইতে নৈতিক শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে কারণ পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
ডা. শাহাদাত বলেন, আমি আজকে এখানে বিদ্যালয়ের অনেক সমস্যার কথা শুনেছি। এখানে একটি জায়গা আছে। সেখানে অলরেডি একটা পাইলিং করা হয়েছে নতুন বিল্ডিংয়ের জন্য। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এর সাথে কথা বলবো যাতে ভবনের কাজটি পুনরায় চালু করা হয় এবং অনতিবিলম্বে একটি নতুন বিল্ডিং এখানে গড়ে ওঠে। এ ব্যাপারে আমি অবশ্যই সার্বিক সহযোগিতা করব।
বৃহত্তর বাকলিয়ার উন্নয়নের বিষয়ে মেয়র বলেন, এই বাকলিয়া থেকে আমার রাজনীতির শুরু। আপনারা হয়তোবা অনেকেই জানেন না পশ্চিম বাকলিয়াতেই আমার বাড়ি। এখানে যে কর্ণফুলি ব্রিজটা দাঁড়িয়ে আছে এই কর্ণফুলি ব্রিজটা আমাদের বিএনপি সকারের মাধ্যমেই হয়েছে। যদিও পরে কেউ একজন সেখানকার ফলক লাগিয়েছে কিন্তু কমপ্লিট কাজটি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই করেন। আজকে আমরা দেখছি বাকলিয়ার যে উন্নয়ন কাজ, এর পিছনে প্রাক্তন সংসদ সদস্য আব্দুল্লাহ আল নোমান এর ব্যাপক ভূমিকা ছিল। তিনি এখানে রাস্তাঘাটের সংস্কার করেছেন এবং বাকলিয়াকে একটি মডেল টাউনে পরিণত করার চেষ্টা করেছেন। এখানে একটি কলেজ করেছি আপনারা জানেন শহীদ নুর হোসেন মিলন মোজাম্মেল জিহাদ কলেজ। এখানে একটা স্টেডিয়াম করেছি। আমাদের আরো একটা বড় একটি স্বপ্ন আছে এখানে একটা হসপিটাল তৈরী করবো। প্রাইভেট সেক্টরে একটি মেডিকেল হসপিটাল করার একটা পরিকল্পনাও আছে। সেটা কল্পলোকের মুখে করার পরিকল্পনা করছি। সেখানে অবশ্য সাশ্রয়ী মূল্যে যাতে সবাই চিকিৎসা পায় এই ব্যাপারে আমাদের চিন্তা রয়েছে।
তিনি বলেন, অভিভাবকের পরে যারা ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সময় দেয় তারা হচ্ছে শিক্ষক-শিক্ষিকা। কাজেই শিক্ষক-শিক্ষিকা যদি ছাত্র-ছাত্রীদেরকে সবসময় মনিটরিং করে নীতিবাক্য শুনায় তাহলে দেশকে একটা ভালো জায়গায় আনতে পারব আমরা। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিতে হবে। শিক্ষার্থীরা ঠিকমত ব্রেকফাস্ট খেয়েছে কিনা এটাও মনিটরিং করতে পারে। আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য মিডডে মিল চালু করার চিন্তা রয়েছে। অনেক শিক্ষার্থী সকালে ১০ টায় আসে ৪:৩০টায় পর্যন্ত স্কুলে থাকে। মাঝখানে তারা কি খায় সেটা আমরা জানি না। কাজেই ছাত্র-ছাত্রীদেরকে যদি ব্রেইন ডেভলপমেন্ট করতে হয়, ব্রেইন ওয়ার্ক করাতে হয় এগুলির কোন বিকল্প আমি দেখছি না। আমি মেয়র হিসেবে নয় একজন নগর সেবক হিসেবে সবাইকে নিয়ে চট্টগ্রামকে একটি সুন্দর গ্রীন সিটি ক্লিন সিটি হেলদি সিটি করতে চাই। চট্টগ্রামকে মডেল হিসাবে সাউথ এশিয়াতে প্রতিষ্ঠিত করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নাত পারভীন, আবদুল্লাহ আল সগির, আলী ইউছুফ, আলহাজ্ব মহিউদ্দিন, মো: আলমগীর, মো: জাহাঙ্গীর, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকাবৃন্দ।