দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ রামগড় গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় খাগড়াছড়ি জেলার রামগড় বাস ষ্ট্যান্ডে রামগড় উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা এবং পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে মুখ খুলতে পারেনি। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাস্টিস হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এবং বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এজন্যই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোশের্দ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ, রামগড় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, সনাতন সম্প্রদায়ের পক্ষে বাদল চক্রবত্তী ও কাজল দাশ বক্তব্য রাখেন।এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।