চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় ফি সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে অনলাইনে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
আজ ৬ নভেম্বর এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তিপত্রে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিস, চট্টগ্রাম-নর্থ এর জেনারেল ম্যানেজার মোঃ মুসা খাঁন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। উক্ত চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডঃ কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ডঃ শামীম উদ্দিন, আইসিটির পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, প্রফেসর ড জান্নাত আরা পারভীন, প্রফেসর ড. ইসমত আরা হক, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-নর্থ এর ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, সোনালী ব্যাংক পিএলসি হাটহাজারী শাখার ব্যবস্থাপক জনাব যাদব চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম-নর্থ এর প্রিন্সিপাল অফিসার মোস্তফা নাজমুল কাউসার, ইঞ্জিনিয়ার হাসান তারেক, মিঠাগলি শাখার ব্যবস্থাপক আজগর আলী প্রমুখ।
চুক্তিপত্র অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার তার বক্তব্যে দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক সোনালী ব্যাংক এর কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ আধুনিক ব্যাংকিং সুবিধা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উপ-উপাচার্য প্রফেসর ডঃ শামীম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সোনালী ব্যাংকের শাখা স্থাপনের জন্য সিন্ডিকেট কর্তৃক বরাদ্দকৃত জায়গায় অতি শীঘ্রই সোনালী ব্যাংক পিএলসি এর একটি শাখা বা উপশাখা স্থাপনের জন্য তিনি আহ্বান জানান।
সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মোঃ মুসা খাঁন বলেন, সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকের সম্পাদিত চুক্তি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।