অপরাধী যে-ই হোক, তাকে ধরা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মোহাম্মদপুরে এক ধরনের বিশেষ অপরাধ সংগঠিত হচ্ছিল। সেটি নিয়ন্ত্রণ করা গেছে। এখন মোহাম্মদপুর মডেলে মহানগরীর অন্যান্য এলাকায় কাজ করা হবে।”
“অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সে যে রাজনৈতিক দলেরই হোক, অথবা অন্য যেকোনো শক্তিরই হোক না কেন,” যোগ করেন উপদেষ্টা।
তিনি বলেন, “চাঁদাবাজি বন্ধে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
উপদেষ্টা আরও বলেন, “আজকের এই বৈঠকে, ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলার জন্য আরও দুটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হচ্ছে- সড়কে কোনো দোকান বসতে দেওয়া হবে না। সড়ক মানে ফুটপাত নয়। আর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা হবে। এরজন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে।”
“পাশাপাশি বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে যেন এসব রিকশার চার্জিং পয়েন্ট বন্ধ করার জন্য,” বলেন তিনি।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।