স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে ক্রান্তিকাল কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদের দোসররা এখনো অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে স্মরণসভায় একথা বলেন তারেক রহমান।
লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, ‘তরিকুল ইসলামের মতো আদর্শে অবিচল থাকা নেতাকে দেশের জনগণ সবসময় মনে রাখবে।’
এসময়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনের অবসান হলেও দেশে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। সেখান থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের বীজ বপণের চেষ্টা করছে। তারা বর্তমান সরকারকে অকার্যকর প্রমাণ করতে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদী কায়দায় মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে স্বরণ সভা করে বিএনপি। সেখানে যোগ দেন যশোর ও আশপাশের এলাকার নেতাকর্মীরা।