মিরসরাইয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলায়তনে উপজেলার ৩৬০টি প্রতিষ্ঠানের ফার্মাসিস্টরা এই সম্মেলন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার সহ সভাপতি আলহাজ্ব নুরুল গণি। মিরসরাই উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি রফিকুন্নবী রাসেলের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক এস.এম সুলতানুল আরেফিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি জয় প্রকাশ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার নির্বাহী সদস্য শিবু প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, মানিক চন্দ্র দে, নুরে আল সিদ্দিকী, বিক্রম দাশ, প্রশান্ত পান্ডে। এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিনিয়র সহ-সভাপতি তমাল কৃঞ দে, সহ-সভাপতি জগদীশ দেবনাথ, সদস্য ওমর ফারুক, হারাধন চক্রবর্তি, মো. মোজাম উদ্দিন, মো. নুরুল আবছার, মো. সিরাজ উদ দৌলা, মো. আশরাফুল আলম, মো. মোসলেহ উদ্দিন, মো. ইকবাল হোসেন, শহিদুল হক, মো. ইউনুছ, আবদুল আল নোমান, মো. এমদাদ হোসেন, মো. নুরুল করিম।
সম্মেলনে উপজেলার সকল বাজারে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ওষুধের ফার্মেসীতে ওষুধের বিক্রির নিয়মাবলিসহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।