শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মানববন্ধন কর্মসূচী করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাঈন উদ্দিনের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষকরা ব্যানার, বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে দাঁড়ান। এসময় সহকারি শিক্ষক শেখ ফরিদ ও নাঈম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মোহাম্মদ সাইফুল্লাহ, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ সরোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফুল আরেফিন, মো. হারুন অর রশীদ, ফাহমিদা শিউলী, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ আবু কাউছার, আলাউদ্দিন আল আজাদ, মো. নুরুজ্জামান, তানভীর হোসেন, বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক পরিষদের গ্রুপ এ্ডমিন গাজী এসএম নুরুল আহাদ।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১৩তম বেতন গ্রেড (২য় বিভাগ) এ স্নাতক/সমমান নিয়ে চাকুরীতে যোগদান করেন। যেখানে একই ক্যারিকুলাম, সিলেবাস ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা-
স্নাতক (দ্বিতীয় শ্রেণি), তাদের বেতন গ্রেড- ১০ম। কিন্তু স্নাতক /সমমান নিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, এইচএসসি পাশে নার্স নিয়োগ (ডিপ্লোমা ইন নার্সিং), উপ-সহকারী কৃষি অফিসার পদ (৪ বছর কৃষি ডিপ্লোমা), ইউনিয়ন পরিষদের সচিব পদ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে বেতন গ্রেড- ১০ম ও ৯ম নিয়ে চাকুরী করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ¯ স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানান তিনি।