Thursday, 10 October 2024

বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে খরচই বেশি

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

‘বঙ্গবন্ধু-১’ নামে উৎক্ষেপণ করা দেশের প্রথম স্যাটেলাইটের আয়-ব্যয় কেমন, তার খোঁজ-খবর জানতে চেয়ে ‘হতাশাজনক’ জবাব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। তার প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

মতবিনিময় সভার একপর্যায়ে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন করেন, ‘আমাদের প্রথম যে স্যাটেলাইট, তাতে যে ব্যয়; সে অনুযায়ী প্রাপ্তিটা কেমন?’ জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহিরুল ইসলাম উপদেষ্টাকে বলেন, ‘স্যাটেলাইটে খরচই বেশি হয়েছে। তাই প্রাপ্তি আশানুরূপ নয়।’

সভায় উপস্থিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান তখন বলেন, ‘কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি, যা এখন পরিশোধ করতে হলে মোটা অংকের টাকা পরিশোধ করতে হবে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘এরই মধ্যে বোর্ড সদস্যদের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করেছে কি না তা খুঁজে বের করে সুপারিশ করবে। তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা ও চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। তিনি বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, ‘এ প্রতিষ্ঠানের সাবেক প্রধান সব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। যার কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সব বিষয় পর্যালোচনা করছি। তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।’

পরে উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি), টেলি মেডিসিন এবং ই-লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ সমাজের কমিটি স্থগিত 

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত...

কাপ্তাইয়ে  মন্দির পরিদর্শনে ইউএনও মো মহিউদ্দিন 

শারদীয় দূ্র্গা পূজার মহা ষষ্ঠীতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা...

রিসেট বাটন প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রিসেট বাটন...

আজ থেকে ৪ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে  বৃহস্পতিবার (১০...

কাপ্তাইয়ে আগুনে পুড়ল  ৮ টি দোকান এবং ১টি সিএনজি 

কাপ্তাইয়ে ভয়াবহ আগুনে ৮ টি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই...

মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের গোলকাঠ জব্দ 

মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের সময় ১০৪ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে...

আরও পড়ুন

আজ থেকে ৪ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে  বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে...

স্পেনের সাথে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,‘ বিগত বছরগুলোতে বাংলাদেশ...

ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। তিনি ধর্মীয় উৎসবের মাহাত্ম্য ও নৈতিক শিক্ষা ব্যক্তি...

রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের  সাথে ইউএনও’র মতবিনিময়

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি ও ক্লাবের সকল সদস্য দের  নিয়ে মতবিনিময় করেছে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা...