সোমবার, ১২ মে ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে খরচই বেশি

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

‘বঙ্গবন্ধু-১’ নামে উৎক্ষেপণ করা দেশের প্রথম স্যাটেলাইটের আয়-ব্যয় কেমন, তার খোঁজ-খবর জানতে চেয়ে ‘হতাশাজনক’ জবাব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। তার প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

মতবিনিময় সভার একপর্যায়ে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন করেন, ‘আমাদের প্রথম যে স্যাটেলাইট, তাতে যে ব্যয়; সে অনুযায়ী প্রাপ্তিটা কেমন?’ জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহিরুল ইসলাম উপদেষ্টাকে বলেন, ‘স্যাটেলাইটে খরচই বেশি হয়েছে। তাই প্রাপ্তি আশানুরূপ নয়।’

সভায় উপস্থিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান তখন বলেন, ‘কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি, যা এখন পরিশোধ করতে হলে মোটা অংকের টাকা পরিশোধ করতে হবে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘এরই মধ্যে বোর্ড সদস্যদের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করেছে কি না তা খুঁজে বের করে সুপারিশ করবে। তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা ও চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। তিনি বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, ‘এ প্রতিষ্ঠানের সাবেক প্রধান সব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। যার কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সব বিষয় পর্যালোচনা করছি। তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।’

পরে উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি), টেলি মেডিসিন এবং ই-লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কাপ্তাই লেক জাতীয় সম্পদ, রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে: ফরিদা আখতার

কাপ্তাই হ্রদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে মৎস্য...

চকরিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ (৪২) নামে...

বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্ব , স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের সুযোগ: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন...

বিশ্ব নার্স দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল...

সিভিল সার্জন সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

প্রথমবার হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন। দেশের স্বাস্থ্য খাত...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতলো কক্সবাজার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার...

আরও পড়ুন

প্রেমের ফাঁদে বাসায় নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়ার পর- জানাজানির ভয়ে ওই ব্যক্তিকে দুইতলার ছাদ...

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নৈশ প্রহরী ও একজন গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা...

তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তাঁরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে...

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (১১ মে) গণমাধ্যমকে এ...