Monday, 7 October 2024

মিরসরাইয়ে পথসভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী

রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রুদ্ধ করে রাখেছিলো

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘১৭ বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম-খুনের বহিঃপ্রকাশ ঘটেছিলো গত ৫ই আগস্ট। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্তারা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মাঝে ঘাপটি মেরে রয়েছে।’ 

দলীয় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ কালে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, ‘বিগত ১৭টি বছর আমরা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ৭ বছর কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছিলো। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনায়ক তারেক রহমানকে বাধ্য করা হয়েছিলো দেশ থেকে বিলেতে অবস্থান করার জন্য। সেই ২০০৭ সালে পল্টন চত্ত¡রে লগি বৈঠার তান্ডবের মধ্যদিয়ে শেখ হাসিনা তার হত্যার রাজনীতি শুরু করেছিলো। পরবর্তীতে আমরা দেখেছি সেনা বিদ্রোহের মাধ্যমে ২০০৯ সালে ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৫ই মে শাপলা চত্ত¡রে হেফাজতে ইসলামের হাজার হাজার মাদরাসার শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। এরপর আমরা দেখেছি জুলাই-আগস্টে বাংলাদেশের হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করেছিলো। হত্যা করার মধ্যদিয়েও শেখ হাসিনা মসনদ টিকাতে পারেনি।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, ‘আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই ৭১ এবং ৭৫ এর পরাজিত শক্তিরা আজকে আমাদের মধ্যে ডুকে নানাভাবে উদ্বুদ্ধ করবে, প্রলুব্ধ করবে অন্যায় কাজ করার জন্য। আমাদের সাবধান থাকতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সর্তকতার সাথে। কেউ যদি ব্যক্তিগতভাবে অপকর্মের সাথে জড়িত হন, আপনাদের অপকর্মের দায় দল কিন্তু বহন করবে না। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনাদের ত্যাগ দল মূল্যায়ন করবে। ইতমধ্যে আপনারা দেখেছেন, যারা ভুলপথে বিপদগামী হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা ১৭ বছর মামলা খেয়েছেন, জেল জুলুম খেটেছেন। আপনাদের বহিষ্কার করতে আমাদের খারাপ লাগে। আপনারা কোন অন্যায়, অবিচার, জুলুমের মধ্যে যাবেন না।’

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক হাসান খান, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচএম রাশেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, মো. আলা উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। পথসভা শেষে বিভিন্নস্তরের জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভায়ও পথসভা করেন দলটির নেতাকর্মীরা।

সর্বশেষ

কালুরঘাটে নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণ করবে সরকার

চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা...

অনুসন্ধান রিপোর্ট পেলে জাহাজ দুর্ঘটনার কারণ জানা যাবে:উপদেষ্টা এম সাখাওয়াত

বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজ দুর্ঘটনার ঘটনায় গঠিত অনুসন্ধান...

তিন পার্বত্য জেলায় হচ্ছে নাহ কঠিন চীবর দান

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তিন পার্বত্য...

কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাই থানায় কর্মরত সনাতনী...

মিরসরাইয়ে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা 

মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি'র সাথে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের...

বিলাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ২পরিবার পেলো নগদ অর্থ 

বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা( ইউএনও)'র সার্বিক...

আরও পড়ুন

কালুরঘাটে নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণ করবে সরকার

চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান পুরাতন সেতুর পাশে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর ১১ হাজার ৫৬০ কোটি ৭৭...

তিন পার্বত্য জেলায় হচ্ছে নাহ কঠিন চীবর দান

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তিন পার্বত্য জেলায় কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে ভিক্ষু সংঘসহ ১৫টি সংগঠন। এতে একাত্মতা...

কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের উপহার প্রদান করেছেন কাপ্তাই থানার ওসি মো মাসুদ। রবিবার (৬ অক্টোবর)  সন্ধ্যায় থানা...

মিরসরাইয়ে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা 

মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি'র সাথে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় এ মত বিনিময়...