পেকুয়ায় লবণবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দু ছালাম (৪০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে ।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াটার দিকে পেকুয়া চৌমুহনী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা সাব মেরিন সড়কের পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় পেকুয়া বাজার থেকে চট্টগ্রামগামী একটি লবণ বোঝাই ট্রাক ওই প্রতিবন্ধীকে চাপা দেয়। এসময় ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের লোক এসে মৃতদেহ উদ্ধার করে।
নিহত প্রতিবন্ধী উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড, বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে আব্দু ছালাম। স্থানীয়রা জানিয়েছেন প্রতিবন্ধী আব্দু ছালাম টইটং বাজারের মরিচ ব্যবসায়ী। আজ সকালে পেকুয়া বাজার থেকে মরিচ আনতে যায়। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে পরে মৃতদেহটি পরিবারের হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ড্রাইভার হেলপার দু’জনই পলাতক রয়েছে।