খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করার দায়ে মোহাম্মদ মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরের দিকে খাগড়াছড়ি পৌর শহরের মধুপুরস্থ নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক শালবন ৬নং ওয়ার্ডস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মৃতঃ নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার ভোর রাতে নোয়াপাড়া এলাকায় এক পাহাড়ি বাড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে মামুন। এসময় স্থানীয় লোকজন গণপিটুনি দিলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহতবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে এঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় অন্ধকারে মোবাইল ও টসলাইটের আলোতে দুই তিনজন লোক ঐ যুবককে চেপে ধরে মারতে মারতে রক্তাক্ত করছে। প্রাণে বাঁচার জন্য চিৎকার করতে করতে মাপ চাইলেও তারা তাকে মারতে মারতে রক্তাক্ত করে। এমন নৃশংসতার ভিডিও দেখে এহেন হত্যাকান্ডের প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
এবিষয়ে জান্তে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার রিপল বাপ্পিকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, চুরির ঘটনায় নিহত মামুনের বিরুদ্ধে ১৬ টি মামলা রয়েছে তার মধ্যে ১৪ টিই চুরির মামলা। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।