হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
হাজেরা-তজু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি চয়ন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা রোভার এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ মোঃ দবির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক আরএসএল মো: গিয়াস উদ্দিন, হাজেরা-তজু ডিগ্রি কলেজ গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের আরএসএল কর্ণিকা চক্রবর্তী।আরো উপস্থিত ছিলেন প্রভাষক নিউটন কান্ত নাস, প্রভাষক আতিকুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা রোভার এর জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট জাহেদ মিয়া।
বক্তব্য প্রদান পর্বে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে অত্র কলেজের রোভার স্কাউটদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ ও প্রশংসা পূর্বক সবসময় রোভারদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এর পাশাপাশি অনুষ্ঠানের সভাপতি হিসেবে ২০২৩-২৪ বর্ষের শ্রেষ্ঠ রোভার তাসনিম বিনতে আলম ও আলিমুদ্দিন সাকিবকে পুরুষ্কৃত করেন।