অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর মন্ত্রণালয়ের অধীন এক সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে এমন কথা লিখেছেন তিনি।
এদিন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের বিভিন্ন দোকান পরিদর্শনে যান উপদেষ্টা আসিফ। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে সেগুলোর ভাড়া পায় এনএসসি। কিন্তু দোকানগুলো প্রকৃতপক্ষে ভাড়া দেয় ১৭০ থেকে ২২০ টাকা প্রতি বর্গফুট। অর্থাৎ সরকার নগণ্য অংশ পাচ্ছে, বিশাল আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।’
এ বিষয়ে আসিফ লিখেছেন, ‘অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’ বিভিন্ন প্রতিষ্ঠানের এমন আর্থিক অনিয়মকে ‘দুর্নীতির মহাসাগর’ হিসেবে আখ্যা দিয়েছেন তরুণ এই উপদেষ্টা।