Tuesday, 17 September 2024

ড. ইউনূসের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের ৯২ জন নোবেলজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।

এক যৌথ চিঠিতে এই অভিনন্দন জানান তারা। ৪ঠা সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট তাদের স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে বাংলাদেশে সম্প্রতি নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের নজির স্থাপন করেছেন, তা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। ড. ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। নোবেলজয়ী ও বিশ্ব নেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নে স্বাক্ষরকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকলের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের রোষানলে ভুগছেন। আজ, একটি গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের জন্য জনগণকে ধন্যবাদ জানাই। তারা স্বৈরাচারী ক্ষমতা থেকে দেশকে রক্ষা করেছে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন তার ‘দ্বিতীয় স্বাধীনতা’ উপভোগ করছে এবং জাতি হিসেবে এখন এর বিশাল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে।

আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানাতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব নতুন ভোরের সূচনা। আমরা ইউনূসকে এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী মাস এবং বছরের জন্য শান্তি ও সাফল্য কামনা করি। আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত সমগ্র দেশের, বিশেষ করে সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নতির জন্য কাজ করতে দেখে উচ্ছ্বসিত। ইউনূস যে আহ্বান গত ছয় দশক ধরে অত্যন্ত জোরালো ও সাফল্যের সঙ্গে অনুসরণ করে আসছেন। আমরা জানি দেশের তরুণরা যেমন ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তিনিও তেমনি তরুণদের নতুন ভবিষ্যতের জন্য নেতৃত্ব গঠনে সাহায্য করে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনার এবং গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস আমরা তাকে সাধুবাদ জানাই। প্রফেসর ড. ইউনূস যেভাবে একটি নতুন এবং উন্নত সভ্যতা তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, তাতে আমরা যেকোনো উপায়ে তাকে সাহায্য করতে প্রস্তুত। এতে আরও যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- শান্তিতে নোবেল বিজয়ী হোজে রামোস হোর্তা, শিরিন এবাদি, মোহাম্মেদ এল বারাদেই, জোডি উইলিয়ামস। এ ছাড়া রসায়ন, সাহিত্য, মেডিসিন এবং পদার্থতে পাওয়া নোবেলজয়ীরাও এতে স্বাক্ষর করেন। বিশেষ করে সাহিত্যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত লেখক জন ম্যাক্সওয়েল কুতসিও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। নোবেলজয়ী ব্যক্তিদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের শতাধিক নেতা চিঠিটিতে স্বাক্ষর করেন।

সূত্র: বাসস

সর্বশেষ

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন সম্পন্ন

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের...

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯)...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে...

গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে: চট্টগ্রামে ভূমি উপদেষ্টা 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফ...

ঢাকার যানজট নিরসনের উপায় খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও দেশের...

প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই...

আরও পড়ুন

প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে।নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টার সম্পদ একটুও বাড়বে না। এজন্য উপদেষ্টাদের...

চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নৌ-পথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর...

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে তাকে...