Tuesday, 17 September 2024

ফটিকছড়িতে ভূল চিকিৎসায় প্রসুতির মুত্যু

চার মাসের ব্যবধানে চলে গেল বাবা- মা; কী হবে অবুঝ চার সন্তানের ! 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রালপার্ক হসপিটালে সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ ওঠা গৃহবধূ  রোকছানা  আকতার মুন্নি (৩৭) আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। 

এদিকে,স্ত্রীর চার মাস তের দিন আগে গত ১৮ এপ্রিল  অসুস্থ জনিত কারনে অকালে মুত্যুবরণ করেন মুন্নীর  প্রবাস ফেরৎ স্বামী মোহাম্মদ মো.ফোরকান।

অল্প বয়সে  পিতা মাতা দুজনকে হারিয়ে  পাগল প্রায় ফোরকান- মুন্নীর অবুঝ  চার সন্তান। এমন  হৃদয় বিদারক ঘটনায় এলাকার মানুষ শোকে পাথর বনে গেছে।  এরই মাঝে তাদের রেখে যাওয়া চার শিশু সন্তানকে  দেখতে   ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের জামাল চৌধুরী বাড়ির  ফোরকান -মুন্নীর কুড়ে ঘরে  প্রতিদিন উপস্থিত হচ্ছেন শতশত নারী- পুরুষ।

এর পূর্বে গত ২৪ আগস্ট সন্তান সম্ভাবা মুন্নীর  প্রসব বেদনা অনুভুত হলে স্থানীয় নাজিরহাটের বেসরকারী হাসপাতাল সেন্ট্রালপার্ক হসপিটালে ভর্তি হয় তাকে। এদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তান জন্ম দেন মুন্নী।

সেখানে চিকিৎসাধীন  থাকা অবস্থায় ২৭ আগস্ট সেন্ট্রালপার্ক হসপিটাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা ভাল নয়  জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মুন্নির অবস্থা আরও বেগতিক হয়ে  উঠে। এরমধ্যে এলাকাবাসী ও স্বজনরা সেন্ট্রালপার্ক হসপিটালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে থাকে।

বিষয়টি দূত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার  হলে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের অভ্যন্তরে  হামলা চালায়। এমন  পরিস্থিতিতে কর্তব্যরত  চিকিৎসক ও কর্মচারীরা সটকে পড়েন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও  ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগের ভিত্তিতে পরদিন ২৯ আগস্ট ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি  করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ  চৌধুরী।

জানতে চাইলে মুন্নির ভাই মো. ফারুক বলেন, সেন্ট্রালপার্ক হসপিটালে আমার বোন মুন্নীকে ভুল অস্ত্রোপচার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।  আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সোলায়মানের বক্তব্য জানতে তাঁর  মোবাইলে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আমাকে প্রধান করে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা কাজ শুরু করেছি।  রোগীর মৃত্যুর কারনে আমাদের কাজ কিছুটা পিছিয়ে যেতে পারে। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসবে।

জানতে চাইলে উপজেলা  নির্বাহী মো. মোজান্মেল হক চৌধুরী বলেন এটি খুবই মর্মান্তিক ঘটনা। এমনটি কারো কাম্য নয়।বিষয়টি তদন্তাধীন রয়েছে।তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন সম্পন্ন

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের...

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯)...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে...

গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে: চট্টগ্রামে ভূমি উপদেষ্টা 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফ...

ঢাকার যানজট নিরসনের উপায় খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও দেশের...

প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই...

আরও পড়ুন

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ক্ষুদ্ধ জনতা হাসপাতাল ঘেরাও, করে ভাংচুর করেছে।...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামে ফটিকছড়ি পৌরসভা শাখা।সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের  একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা...

আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আহতদের খোঁজ নিতে সোমবার (১৬...

অন্তর্বর্তী সরকারকে একটি মহল অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়

একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে...