বিভিন্ন দাবি ও অধিকার দায়ে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে সাংস্কৃতিক কর্মীরা।
সোমবার (১২ আগস্ট) বিকেলে জেলা সদরস্থ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে মিছিল করে এসে শহরের মূলপয়েন্ট শাপ্লাচত্ত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করে।
এতে বিভিন্ন শিল্পী, সংস্কৃতিকর্মী ও কলাকৌশলীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১. ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী প্রজ্ঞাপন বাতিল পূর্বক আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।২. ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট নাম সংশোধন করে আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট নামকরণ করতে হবে।৩. সংস্কৃতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আদিবসী সংস্কৃতি সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আদিবাসি সাংস্কৃতিক প্রতিনিধি নিয়োগ নিশ্চিত করতে হবে।৪. বৈষম দৃরীকরণে, আদিবামি সকল সম্প্রদারকে স্বষম ঘণ্টন ভিত্তিক বাজেট বৃদ্ধি করণ করতে হবে।৫. আদিবাসী সংস্কৃতিক সম্পৃক্ত সকল সরকারি, বে-সরকরি প্রতিখাহন উপদেষ্টা মন্ডলি নিয়োগের বেলার সংস্কৃতিক ব্যক্তি নিয়োগ নিশ্চিত করতে হবে।৬. তিন পার্বত্য জেলার সকল উপজেলায় আদিবাসী সংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে এবং উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক কর্মীদের তালিকা প্রণয়ন পূর্বক অনগ্রসর বিবেচনায় নূন্যতম প্রতি মাসে দশ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করার দাবী করা হয়।