সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ও নতুনবাজার এলাকার ২ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন তাঁর দপ্তরে এই সেলাই মেশিন তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, এডিপির আওতায় ইতিমধ্যে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।