রাউজানের প্রত্যন্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাউজান উপজেলা কর্মকর্তা ইউনও। শনিবার (১০ আগস্ট) এ সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, রাউজান থানা ইউএনওসহ সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসমুক্ত শান্তিময় সম্প্রীতির রাউজান গড়তে একাত্মতা প্রকাশ করেছেন।
একইসাথে রাউজানের প্রত্যন্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন।
জানা যায়, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর পক্ষ থেকে রাউজানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে রাউজানের বিভিন্ন জায়গায় একাধিক শান্তি সমাবেশ, সংখ্যালঘু ভিন্নধর্মাবলম্বীদের জানমাল নিরাপত্তার জন্যে তাদের বাড়িঘর ও উপাসনালয়ে পাহারা, লিফলেট বিতরন, সচেতনতামূল টেক্সি মাইকিংসহ মানা উদ্যোগ গ্রহন করেছেন। চলমান পরিস্থিতিতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাউজানের সর্বসাধারণ।
এদিকে মুনিরীয়া যুব তবলীগ কমিটির পক্ষ থেকে চলমান পরিস্থিতিতে সংঘাতমূলক সহিংসতা ও নৈরাজ্য পরিহার করে ধৈর্য ধারণ করে সহনশীল আচরণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যতার সাথে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রেখে যারা এ সকল নাশকতামূলক কাজে লিপ্ত আছে তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়৷