চন্দনাইশে ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার সারা দেশে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বভার নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই কাজের প্রশংসা করেছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন। তাদের চেষ্টায় দেশের আগামীও বদলে যাবে বলে আশা করেন তারা।
বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) সরেজমিনে দেখা যায়, পুলিশের কর্মবিরতি থাকায় চন্দনাইশের বিভিন্ন সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। এ অবস্থায় চন্দনাইশ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক গুলোতে যান চলাচলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে বর্তমানে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়ক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন।
চন্দনাইশ উপজেলা সদর, পৌর সদর,খাঁনহাট, কলেজ গেইট, বাগিছাহাট,দেওয়ান হাট, রৌশন হাট, বিজিসি ট্রাস্ট মোড়, দোহাজারী পৌর সদর, মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রোদে পুড়ে ট্রাফিকের দায়িত্ব পালনে আছেন, গাছবাড়িয়া সরকারী কলেজ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, গাছবাড়িয়া স্কুল, মমতাজ বেগম স্কুল, কাসেম মাহবুব স্কুল বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষার্থীরা সহ বিএনসিসি, রেড় ক্রিসেন্ট, স্কাউট কর্মীদের ও দেখা মিলে।
চন্দনাইশে সেনাবাহিনী ছাড়া মাঠে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও চন্দনাইশে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। বৃহস্পতিবার দিনভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, এলাকা ভিত্তিক পাহারা প্রদানসহ নানা সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধর্মের উপসনালয় গুলোতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
চন্দনাইশে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। ব্যস্ততম সড়কগুলোতে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের জন্য দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন তারা। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কাঁধে ব্যাগ ও জাতীয় পতাকা শরীরে জড়িয়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক।
দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, ট্রাফিকের ব্যস্ত দায়িত্ব পালনের কারনে তারা বক্তব্য দিতে পারেননি।