সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন দলের নেতা এবং পেশাজীবিদের সাথে মতবিনিময় করেছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম অত্র উপজেলার পরিবেশ শান্ত রাখার জন্য বিএনপি, জামায়াতের কয়েকজন সাবেক নেতা ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে তার অফিসে মতবিনিময় করে। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও এসিল্যান্ড মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কাজি মোঃ সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মোঃ সামছুল আলম আজাদ,উপজেলা বিএনপি আহ্বায়ক কাজি মোঃ মহিউদ্দিন,জামায়াত নেতা মাওলানা নিজাম উদ্দিন,সাবেক পৌর কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিন,উপজেলা জাপা সভাপতি ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম বাহার, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম এবং পেশাজীবি সংগঠন প্রেসক্লাবের সভাপতি,সেক্রেটারীসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। তাছাড়া বৃহস্পতিবার উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ইউএনও’র সাথে মতবিনিময় করবেন।
উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করে বলেন,সীতাকুণ্ড পুরো উপজেলায় যাতে করে অগ্নিকাণ্ড ভাঙচুর ও আপত্তিকর কোন ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।