দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, গুলি ও সহিসংতার ঘটনায় সোমবার ১৪২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ১১ জন ও বিভিন্ন জেলা থেকে ১৩১ জনের মরদেহ রয়েছে। একইসঙ্গে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে ৩৯৭ জনকে এবং ভর্তি নেওয়া হয়েছে ৭১ জনকে।
নিহতদের মধ্যে অনেকেই পুলিশের গুলি, বিক্ষুব্ধ জনতার গণপিটুনি ও অগ্নিসংযোগে পুড়ে মারা যান। তাদের মধ্যে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন।
জানা যায়, গতকাল ঢামেকে ৭টি মরদেহ আনা হয়েছে। এছাড়া রাজধানীর হাতিরঝিল থেকে ৪ জনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এদিকে বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনায় গতকাল ১৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে সাভারে ৩৩, যশোরে ২৪, সাতক্ষীরায় ১৪, গাজীপুরে ৮, নোয়াখালীতে ৭, কুমিল্লায় ৬, লালমনিরহাটে ৬, সিলেটে ৫, চুয়াডাঙ্গায় ৪, নাটোরে ৪, বাগেরহাটে ২, রাজশাহীতে ১, বাইপাইলে ১, ফেনীতে ৩, বরিশালে ৩, চট্টগ্রামে ২, বগুড়ায় ২, হিলিতে ২, নড়াইলে ২, জগন্নাথপুরে ১, শাহজাদপুরে ১, শাহরাস্তিতে ১ জন রয়েছেন। এদিকে সোমবারের সহিংসতার ঘটনায় সারাদেশে শতাধিক মানুষের মৃত্যু হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, আশুলিয়া থানা ও থানার সামনে পাঁচ লাশের তিনটি পুলিশের বলে সাংবাদিকদের কাছে জানতে পেরেছি। এদিকে মঙ্গলবার বিকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিজয় মিছিল ও আনন্দ র্যালি করেছে।