চট্টগ্রামের বোয়াখালীতে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
গ্রেপ্তার সবুজ চক্রবর্তী অভিজিৎ। তিনি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা। কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে তিনি ২০২১ সালে নিয়োগ পান।
জানা গেছে, সবুজ বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ক্যানভাস নামে একটি কোচিং সেন্টার খুলেন। এছাড়া এর কাছেই চৌধুরীহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকেন। নিজের প্রতিষ্ঠিত কোচিং সেন্টারে এবং বাসায় কম্পিউটার শিখতে আসা একাধিক ছাত্রীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। গত ৯ জুলাই সবুজের কোচিং সেন্টারের চার ছাত্রী এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি সবুজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।