Tuesday, 19 November 2024

রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো একটা পণ্যের ওপর নির্ভরশীল হলে চলবে না। রপ্তানির জন্য নতুন পণ্য ও বাজার খুঁজে বের করতে হবে। রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক।

রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কারণেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। আওয়ামী লীগ বেসরকারি খাত উন্মুক্ত করেছে বলেই দেশের অর্থনীতি এগিয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ এ ক্ষমতা নেয়ার আগে অর্থনৈতিক পরিকল্পনা ছিলো কীভাবে সেটি বাস্তবায়ন করা হবে। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়। যেটি করতে গিয়ে অনেক জ্ঞানী-গুনি বুদ্ধিজীবীরা বাধা দিয়েছে। বেসরকারি খাত উন্মুক্ত করে দেয়ায় দেশের অর্থনীতির আকার বেড়েছে।

তিনি আরও বলেন, ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে পেরেছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এ দেশের মানুষের জীবনে কোনও উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী করতে পেরেছি।

সীমিত কয়েকটি পণ্যের উৎপাদনের ওপর নির্ভরশীল থাকতে চাই না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পণ্যের বহুমুখীকরণ করতে হবে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ দেয়া হচ্ছে।

তিনি বলেন, যুদ্ধের কারণে ইউরোপ অনেক বেশি চাপে আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে হবে।

এর আগে, রপ্তানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ তুলে দেন শেখ হাসিনা।

সর্বশেষ

বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রকৃত আহত তাদের নাম তালিকায় থাকবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম...

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নগরের আগ্রাবাদে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে...

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সেবা দেবে ইংল্যান্ডের এমএস

বাংলাদেশের গরিব রোগীদের বিনামূল্যে অপারেশন ও এনেস্থিসিয়া সেবা দেবে...

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন খলিলুর রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত...

প্রাথমিকে সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয়...

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিও শীল (৩৫) নামে এক...

আরও পড়ুন

বৃহস্পতিবার উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২১ নভেম্বর  দিবস উদযাপিত হবে।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে...

অন্তর্বর্তী সরকার চাইনা আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর...

অর্থনীতিতে বড় অর্জন: ডিসেম্বরে আসছে ১.১ মিলিয়ন ডলার ঋণ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ১১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংক থেকে। মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে...

সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণ শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রতি বছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। সরকার...