গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 July 2024

পুনঃমূল্যায়নে চট্টগ্রাম বোর্ডে পাস করলেন ১০২ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের পর ফল পাল্টেছে দুই হাজারের বেশি শিক্ষার্থীর। যাদের মধ্যে ১০২ জন অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান, উত্তরপত্র পুনঃমূল্যায়ন পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৭১ জন। আর জিপিএ ও সিজিপিএ বেড়েছে ৭০৬ জন শিক্ষার্থীর।পাশাপাশি এক পরীক্ষার্থীর ফল ফেল এলেও পুনর্মূল্যায়নে তা জিপিএ-৫ হয়েছে বলে জানান তিনি।

গত ১২ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাশের হার চার শতাংশ বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

গত বছর জিপিএ পেয়েছিলেন রেকর্ড ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী, এ বছর তা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৩ জন।

এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সাধারণ গণিতে, ৮ হাজার ২৯টি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে জমা পড়েছে ৭ হাজার ৪৩১টি করে। এছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের খাতা পুনঃমূল্যায়ন চেয়ে আবেদন করেন ৪ হাজার ৫০০ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে পদার্থ বিজ্ঞাননে ৪ হাজার ৫৭৪টি, রসায়নে ৪ হাজার ৯৫৮টি ও জীব বিজ্ঞানে ৩ হাজার ৯২০টি ও উচ্চতর গণিতে ৩ হাজার ৯২০ টি খাতা পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়ে।

ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলোর মধ্যে হিসাব বিজ্ঞানে ২ হাজার ৩১৮টি, ব্যবসায় উদ্যোগে ২ হাজার ৭৪টি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ১ হাজার ৩১২টি আবেদন জমা পড়ে।

মানবিক বিভাগে ভূগোলে ৩৭২, পৌরনীতিতে ৮৩৬, অর্থনীতিতে ৮২টি উত্তরপত্র পুনঃমূল্যায়ন আবেদন করেন শিক্ষার্থীরা।

সাধারণ বিজ্ঞানে ৪ হাজার ৬০০টি, কৃষি শিক্ষায় ১ হাজার ৫১৭টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে ৫ হাজার ৮০৫টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৬২৮টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৭৩৭টি, আইসিটিতে ১ হাজার ২০৫ টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন পরীক্ষার্থীরা।

ইসলাম ধর্মে ৩ হাজার ৭৪৩টি, হিন্দু ধর্মে ৮৭৫টি, বৌদ্ধ ধর্মে ১৬৭টি, খ্রিষ্টান ধর্মে ১০টি করে উত্তরপত্র মূল্যায়নের আবেদন করা হয়।

সর্বশেষ

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল...

বিটিভি-মেট্রোরেলে নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার...

আরও পড়ুন

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় দেখে ফেলায় হাত পা বেঁধে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে মো....

রুমে পড়ে ছিলো নারীর নিথর দেহ 

মিরসরাইয়ে নিজ ঘর থেকে সাজেদা আক্তার (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের...

শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা কারফিউ শিথিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল...

চট্টগ্রামসহ সারাদেশে সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তায় চট্টগ্রামে গত কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। যদিও কোথাও খুব একটা ভারী বৃষ্টি হয়নি। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও জেলার...