বাঁশখালী বাণীগ্রামে ইসকন শ্রীশ্রী গদাধর পন্ডিত ধামে শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ শ্রীগদাধর পন্ডিতের ৫৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে ফ্রি ভক্তিবেদান্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও এক লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ মে) ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ৫শতাধিক রোগীকে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ইসকন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ,ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী ,ইসকন শিক্ষা বোর্ডের সদস্য অস্ট্রেলিয়া হতে আগত শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস, মেম্বার দেলোয়ার হোসেন ,মেম্বার দীপ্তি দাশ, পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী , তারণ নিত্যানন্দ দাস ব্রক্ষ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী , পন্ডিত শ্রীবাস দাস ব্রহ্মচারী , অচিন্ত্য শ্যাম দাস ব্রহ্মচারী, সঞ্চয় পাল প্রমূখ। চিকিৎসা সেবায় অংশ নেন অধ্যাপক ডাঃ করুনা রানি কর্মকার(স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ) অধ্যাপক ডাঃ বিধান রায় চৌধুরী (শিশু রোগ বিশেষজ্ঞ ) ডাঃ নারায়ণ দাস( মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ) ডাঃ দেবজ্যোতি দাস( হৃদরোগ বিশেষজ্ঞ ) ডাঃ অনিক গুহ(মেডিসিন বিশেষজ্ঞ )
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ডায়াবেটিস পরীক্ষা সেবা সামগ্রীসহ এক লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়। রোগীরা এই ধরনের চিকিৎসা সেবায় চরম অত্যন্ত উপকৃত হন