Tuesday, 17 September 2024

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)

সাতকানিয়ায় পুলিশের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের বসতঘরে গুলি; গাড়ি ও নির্বাচনী কার্যালয় ভাংচুর

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক এক ইউপি চেয়ারম্যানের বসতঘরে পুলিশের উপস্থিতিতে গুলি ও কয়েকটি গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। 

বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান বিদুয়ানুল ইসলাম সুমনের বসতঘর ইছামতি আলীনগরে এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের প্রচারকাজে নিয়োজিত একটি ভক্সি মাইক্রোবাস, একটি ড্যাম্পার পিকআপ, পুলিশ পরিবহণে নিয়োজিত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইটি ও নির্বাচনি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

সাতকানিয়ার ইউএনওকে রিটার্নিং অফিসার থেকে বাদ দিতে মুক্তিযোদ্ধাদের ডিসিকে আবেদন

ঘটনার প্রত্যক্ষদর্শী ড্যাম্পার চালক আবু হানিফ জানান, বুধবার রাত ১২টার পর ২৫-৩০ জনের একটি গ্রুপ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভীর নামে স্লোগান দিতে দিতে চেয়ারম্যান এর বাড়িতে মুহুর্মুহু গুলি করতে থাকে। এসময় দূর্বৃত্তরা তাঁর ড্যাম্পার পিকআপটি ভাংচুর করার পাশাপাশি একটি ভক্সি মাইক্রোবাস ও ২টি সিএনজি চালিত অটোরিকশা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাংচুর চালায়। আবু হানিফ আরও বলেন, আমি একজন সাধারণ গাড়ি চালক কোন ধরনের রাজনীতির সাথে জড়িত নই আমার গাড়ি কেন ভাংচুর করল জানিনা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫২ স্বতন্ত্র প্রার্থীর প্রতীক কেন ঈগল?

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার।

সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান সুমনের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন বলেন, এমপি নদভী সাহেবের সমর্থক রিয়াদ ও তুর্কির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ঘর লক্ষ্য করে গুলি করার পাশাপাশি শতাধিক রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বর্তমান্ এমপি নদভী সাহেবের নামে স্লোগান দিতে দিতে পুলিশের উপস্থিতিতে গুলি করা হয়। এসময় পুলিশের গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়াও সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী মোতালেব সাহেবের নির্বাচনি অফিস ভাঙচুর চালায়।

এ ব্যাপারে অভিযুক্ত রিয়াদ হোসেন বলেন, আমি গত দশ দিন যাবৎ চট্টগ্রাম নগরীতে অবস্থান করছি। আমি কোনভাবেই এই ঘটনার সাথে জড়িত নই। বরং কিছুদিন আগে আমার বাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করার কারণে আমাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া ও নির্বাচন বানচাল করার জন্য নৌকার প্রার্থী আবু রেজা নদভী গত কয়েকদিন যে উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের গাফেলতির কারণে এই ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, সুমন বিদ্রোহী চেয়ারম্যান, নৌকার চেয়ারম্যান নয়। সে (চেয়ারম্যান) একজন সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী। তাঁর অনেক অস্ত্র আছে, সে আমাকেও এ্যাটাক করতে চেয়েছিল। আমাদের বিরুদ্ধে এবং আমাদের লোকের বিরুদ্ধে এগুলো সাজানো হচ্ছে এসব মিথ্যা ও বানোয়াট।

সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের গাফেলতির বিষয়ে তিনি বলেন, তদন্তে যদি সেও দোষী হয় তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন সম্পন্ন

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের...

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯)...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে...

গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে: চট্টগ্রামে ভূমি উপদেষ্টা 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফ...

ঢাকার যানজট নিরসনের উপায় খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও দেশের...

প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই...

আরও পড়ুন

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ক্ষুদ্ধ জনতা হাসপাতাল ঘেরাও, করে ভাংচুর করেছে।...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামে ফটিকছড়ি পৌরসভা শাখা।সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের  একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা...

আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আহতদের খোঁজ নিতে সোমবার (১৬...

অন্তর্বর্তী সরকারকে একটি মহল অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়

একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে...