গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)

সাতকানিয়ায় পুলিশের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের বসতঘরে গুলি; গাড়ি ও নির্বাচনী কার্যালয় ভাংচুর

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক এক ইউপি চেয়ারম্যানের বসতঘরে পুলিশের উপস্থিতিতে গুলি ও কয়েকটি গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। 

বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান বিদুয়ানুল ইসলাম সুমনের বসতঘর ইছামতি আলীনগরে এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের প্রচারকাজে নিয়োজিত একটি ভক্সি মাইক্রোবাস, একটি ড্যাম্পার পিকআপ, পুলিশ পরিবহণে নিয়োজিত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইটি ও নির্বাচনি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

সাতকানিয়ার ইউএনওকে রিটার্নিং অফিসার থেকে বাদ দিতে মুক্তিযোদ্ধাদের ডিসিকে আবেদন

ঘটনার প্রত্যক্ষদর্শী ড্যাম্পার চালক আবু হানিফ জানান, বুধবার রাত ১২টার পর ২৫-৩০ জনের একটি গ্রুপ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভীর নামে স্লোগান দিতে দিতে চেয়ারম্যান এর বাড়িতে মুহুর্মুহু গুলি করতে থাকে। এসময় দূর্বৃত্তরা তাঁর ড্যাম্পার পিকআপটি ভাংচুর করার পাশাপাশি একটি ভক্সি মাইক্রোবাস ও ২টি সিএনজি চালিত অটোরিকশা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাংচুর চালায়। আবু হানিফ আরও বলেন, আমি একজন সাধারণ গাড়ি চালক কোন ধরনের রাজনীতির সাথে জড়িত নই আমার গাড়ি কেন ভাংচুর করল জানিনা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫২ স্বতন্ত্র প্রার্থীর প্রতীক কেন ঈগল?

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার।

সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান সুমনের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন বলেন, এমপি নদভী সাহেবের সমর্থক রিয়াদ ও তুর্কির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ঘর লক্ষ্য করে গুলি করার পাশাপাশি শতাধিক রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বর্তমান্ এমপি নদভী সাহেবের নামে স্লোগান দিতে দিতে পুলিশের উপস্থিতিতে গুলি করা হয়। এসময় পুলিশের গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়াও সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী মোতালেব সাহেবের নির্বাচনি অফিস ভাঙচুর চালায়।

এ ব্যাপারে অভিযুক্ত রিয়াদ হোসেন বলেন, আমি গত দশ দিন যাবৎ চট্টগ্রাম নগরীতে অবস্থান করছি। আমি কোনভাবেই এই ঘটনার সাথে জড়িত নই। বরং কিছুদিন আগে আমার বাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করার কারণে আমাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া ও নির্বাচন বানচাল করার জন্য নৌকার প্রার্থী আবু রেজা নদভী গত কয়েকদিন যে উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের গাফেলতির কারণে এই ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, সুমন বিদ্রোহী চেয়ারম্যান, নৌকার চেয়ারম্যান নয়। সে (চেয়ারম্যান) একজন সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী। তাঁর অনেক অস্ত্র আছে, সে আমাকেও এ্যাটাক করতে চেয়েছিল। আমাদের বিরুদ্ধে এবং আমাদের লোকের বিরুদ্ধে এগুলো সাজানো হচ্ছে এসব মিথ্যা ও বানোয়াট।

সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের গাফেলতির বিষয়ে তিনি বলেন, তদন্তে যদি সেও দোষী হয় তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা বাংলা‌দেশির‌া অব‌শে‌ষে দে‌শে ফির‌লেন।বি‌ক্ষো‌ভের সময় ৫৭ বাংলা‌দে‌শি গ্রেপ্তার ক‌রে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয় সেই দে‌শের...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং ঋণ সমন্বয়ের পর, প্রেরিত রেমিটেন্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে...