গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Wednesday, 8 May 2024

নৌকার মাঝি হতে চাওয়া ৭ সাংবাদিক আলোচনায়

নিউজ ডেস্ক

নৌকার মাঝি হতে এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন দেশজুড়ে ৭ সাংবাদিক। তাঁরা আছেন বেশ আলোচনায়।

তাঁদের দুইজন গতবারও মনোনয়ন চেয়ে পাননি।‌ তাঁরা দুজনেই আবার পেশাজীবী নেতা। গতবার মনোনয়ন চাওয়া তিনজনের অন্য একজন গতবার মনোনয়ন পেয়ে এমপিও হন। আর চারজন এবারই প্রথম মনোনয়ন প্রার্থী।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানা যায়, আওয়ামী লীগ হতে এবার যে সাত সাংবাদিক মনোনয়ন চেয়েছেন তাঁরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নানাভাবে সক্রিয়।

এবারে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২ আসন থেকে, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, চাঁদপুর- ৪ আসন থেকে, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও খ্যাতনামা টিভি ব্যক্তিত্ব নঈম নিজাম কুমিল্লা-১০ আসন থেকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম- ৯ আসন থেকে, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বহুগ্রন্হ প্রণেতা রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া-১ আসনে, সাংবাদিক কলামিস্ট সোহেল সানি বরিশাল-২ থেকে, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

এর মধ্যে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও রিয়াজ হায়দার চৌধুরী গতবারও ফেনী ২ ও চট্টগ্রাম ৯ থেকে মনোনয়ন চান।

তাঁরা দুজনেই সাংবাদিক নেতৃত্বের পাশাপাশি সমগ্র পেশাজীবী নেতৃত্বেও রয়েছেন। ইকবাল সোবহান চৌধুরী পেশাজীবী সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক। তাঁরা গতবার মনোনয়ন না পেলেও মাঠ ছেড়ে যাননি।

সাংবাদিকদের আন্দোলন, পেশাজীবী শ্রমিক শ্রেণী আন্দোলন সহ নানান সামাজিক কার্যক্রমে বরাবরই তাঁরা সক্রিয়। ‌

গতবার (২০১৮ সালের নির্বাচনে) আবেদনকারী তিন সাংবাদিক নেতার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মনোনয়ন পেয়ে এমপি হন।

এছাড়াও এবারে নতুন করে মনোনয়নের আবেদন করা সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম নিজের এলাকার দলীয় কর্মীদের সাথে বরাবরই সংযুক্ত।

এ ছাড়া গণমাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিবাচক ধারা প্রচার ও ক্ষুরধার কলাম লিখে শেখ হাসিনার পক্ষে অবস্থান প্রকাশ করেও আলোচিত। ‌

এছাড়া আরিফুর রহমান দোলন এবং সোহেল সানিও মুক্তিযুদ্ধে চেতনার পক্ষে বরাবরের সক্রিয় থেকেছেন। রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়ায় আলোচিত সাংবাদিক ও লেখক।

জনমুখী এই সাংবাদিক বরাবরই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সাহসী সেনানী। ‌এবার কার বা কাদের ভাগ্যে মনোনয়ন জুটে তা’ই এখন দেখার বিষয়।

সর্বশেষ

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে...

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা...

সীতাকুণ্ডে বেসরকারিভাবে আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন...

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো...

মুন্সিগঞ্জে ভোট কেন্দ্র রণক্ষেত্র, ৪ পুলিশ সদস্য আহত, আটক ৪

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দী বহুমুখী কেন্দ্রে...

ফটিকছড়িতে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন নাজিরহাট এলাকা থেকে ২০ কেজি...

আরও পড়ুন

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।এশিয়া, ইউরোপ ও আফ্রিকার...

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে,...

সীতাকুণ্ডে বেসরকারিভাবে আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু...

মুন্সিগঞ্জে ভোট কেন্দ্র রণক্ষেত্র, ৪ পুলিশ সদস্য আহত, আটক ৪

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দী বহুমুখী কেন্দ্রে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত...