গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 19 May 2024

চবি নাট্যকলা বিভাগের তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের  তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সমাপনী দিনে  সংক্ষিপ্ত আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট(বিটিটিআই) এর পরিচালনায় অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক।

আরো উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া, সহকারী অধ্যাপক আরাফাতুল আলম, প্রভাষক তানভীর হাসান, বিটিটিআই এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ইউনাইট থিয়েটার ফর স্যোসাল এ্যাকশন এর নির্বাহি পরিচালক মোস্তাফা কামাল যাত্রা।

কর্মশালার সমন্বয়ক ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক জনাব মামুনুল হকের সঞ্চালনায় প্রথমেই শিক্ষার্থীরা দুটি প্লেব্যাক থিয়েটার সেশন পরিচালনা করেন।

স্বাগত বক্তব্যে বিভাগের অধ্যাপক জনাব ড.কুন্তল বড়ুয়া বলেন, এই ধরনের থিয়েটার উপস্থিত দর্শকদের পারস্পরিক অনুভূতি বিনিময়ের মাধ্যমে মানসিক নিরাময়ে পথকে সুগম করবে। উক্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালার সফলতাকে নির্দেশ করে বলে তিনি স্বাগত বক্তব্য শেষ করেন।

শিক্ষার্থী মো:ইউনুস রানা বলেন, এই কর্মশালা আমাদের দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।ভবিষ্যতে প্রায়োগিক নাট্যকলার ক্ষেত্রে ভূমিকা রাখার পথকে প্রশস্ত করে। প্রতি বছর এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান তিনি।

প্রশিক্ষনার্থী মনু দেওয়ান বলেন,”বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক সমস্যা ও সংকটের সম্মুখীন হন।তার থেকে উত্তরণের জন্য এমন কর্মশালা সাহায্য করবে।”

বিটিটিআই এর প্রশিক্ষক শাহ আলম এই উদ্যোগের প্রশংসা করে বলেন , এমন আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক নাট্যকলার জ্ঞান অর্জন ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রকে প্রশস্ত করবে।

মনোবিশ্লেষক ও উৎসের নির্বাহী পরিচালক বলেন, নাট্যকলা বিভাগ নিয়মিত এমন আয়োজন ও পাঠদানের মাধ্যমে দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি অনুষদে ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে সাইকোথেরাপি সেন্টার গড়ে তুলতে পারলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অসংখ্য শিক্ষার্থীদের নিয়ে নাটকের মাধ্যমে থেরাপী সেশন পরিচালনা করতে পারলে তারা মানসিক সংকট মোকাবেলা করতে পারবে।

প্রধান অতিথির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক নাট্যকলা পড়ুয়া শিক্ষার্থীদের পঠন পাঠন ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে সমাজের বিকাশ ও পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় মানসিকতা নিয়ে পাঠ সমাপ্তির আহ্বান জানান।

নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম সমাপনী বক্তব্যে বলেন, নাট্যকলা বিভাগ পাঠ্য ও মাঠ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উন্নয়ন নাট্য,নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উপর কর্মশালার আয়োজন ও মাঠ গবেষণা করে আসছে।তারই ধারাবাহিকতায় থেরাপিউটিক থিয়েটার কর্মশালার আয়োজন।

তিনি বলেন , শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনদিনের কর্মশালার সফল হয়েছে। কর্মশালায় এম.এ (চূড়ান্ত), শিক্ষাবর্ষ -২০২০-২০২১ এর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সর্বশেষ

এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়...

লোক নিচ্ছে বিআরটিসি, এসএসসি পাসেও আবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ০৪টি পদে ৩৪ জনকে...

রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের উত্তরপূর্বাঞ্চলে...

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

প্লে-অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭...

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে কটাক্ষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক ‘কান...

নিয়মিত ঘুম সুস্থ জীবন যাপনের অন্যতম শর্ত

সুস্থ, স্বাভাবিক জীবন যাপন করতে চাইলে ঘুম অপরিহায্য। কম...

আরও পড়ুন

চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান 

চন্দনাইশ উপজেলার বরমা ধামাইরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ মে) দুপুর ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।...

চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে পল্টুনে গাড়ী উঠানামায় সীমাহীন দূর্ভোগ

 ঈদের দ্বিতীয় দিন কাপ্তাই উপজেলার রাইখালী-চন্দ্রঘোনা ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে।শুক্রবার(১২ এপ্রিল)   বেলা সাড়ে ১২ টায় রাইখালী ফেরিঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য গাড়ি ফেরিতে উঠার জন্য...

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, পটিয়াসহ অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ।সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ...

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারীরা পেলেন ঈদ উপহার

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃ সদন হাসপাতালের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান...