গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 5 May 2024

মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনের প্রতি আস্থা থাকবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকে কঠোরভাবে নজর রাখতে বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা থাকবে না। সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় ছিনতাই, মারামারি, সন্ত্রাসী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় নয়, আনতে হবে আইনের আওতায়।’

সমন্বয় সভায় ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হচ্ছে। চলমান কাজের মধ্যে সড়ক, কালভার্ট, স্লুইচ গেট নির্মাণের কাজসহ বর্ষার আগে ভাঙা সড়কগুলো মেরামতের কাজ শুরু করতে হবে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের গভীর নলকূপগুলোর ব্যবহার নিশ্চিত এবং উপজেলার পরিবেশ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে।

উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে রাত ৮টার পর মার্কেট বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।’

বেলা ১১টা থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন।

ভূমিমন্ত্রী আনায়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ লাখ টাকার বেঞ্চ ও ১৩টি মসজিদ-মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম সুমন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, চেয়ারম্যানদের মধ্যে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম. এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, আজিজুল হক চৌধুরী বাবুল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ

ফটিকছড়িতে এবার নির্বাচনী প্রচারণায় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয়...

কর্ণফুলীতে বটি ও দায়ের কোপে যুবক আহত, স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটির জেরে আব্দুল্লাহ মামুন (৩৪) নামে এক...

১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ১৫...

কর্ণফুলীর জুলধা বিদ্যুৎ কেন্দ্রে দিন-দুপুরে চুরি করতে গিয়ে যুবক আটক, পুলিশে সোপর্দ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা বিদ্যুৎ কেন্দ্র এলাকার অভ্যন্তরে প্রবেশ...

নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার...

চেয়ারম্যান পদে ত্রিমুখী এবং ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াইয়ের আভাস

আগামী ২১ মে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত...

আরও পড়ুন

ফটিকছড়িতে এবার নির্বাচনী প্রচারণায় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ৫ মে রবিবার দিন ব্যাপী আনারস প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী বখতিয়ার সাঈদ...

কর্ণফুলীতে বটি ও দায়ের কোপে যুবক আহত, স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটির জেরে আব্দুল্লাহ মামুন (৩৪) নামে এক যুবক বটি ও দায়ের কোপে আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত...

১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে হবে।রোববার (৫...

কর্ণফুলীর জুলধা বিদ্যুৎ কেন্দ্রে দিন-দুপুরে চুরি করতে গিয়ে যুবক আটক, পুলিশে সোপর্দ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা বিদ্যুৎ কেন্দ্র এলাকার অভ্যন্তরে প্রবেশ করে চুরি করার সময় হাতেনাতে এক যুবক কে আটক করেছে সিকিউরিটি গার্ডের সদস্যরা। রোববার (৫ মে)...