গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

‘চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

“নতুনের আহবানে আলোর প্রদীপ্ত শিখা” এই স্লোগান বুকে ধারণ করে একঝাক তরুণদের নিয়ে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন “চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, উপহার প্রদানসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপি আনোয়ারা উপজেলার বরুমচড়া চাঁদুয়াপাড়া এলাকায় সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল উদ্দিন নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন” সংগঠন একটি মানব কল্যানমূখী সংগঠন।

এমন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি দীর্ঘ দিন ধরে আমার এলাকার সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে তাদের সাথে থেকেছি। তাদের কল্যানে কাজ করেছি।

যত দিন বেঁচে থাকবো ততো দিন পর্যন্ত আমি মানুষের কল্যানে সমাজের দরিদ্র,অসহায়দের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি গরীব ও অসহায় লোকদের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজ ও দেশ উন্নত হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল উদ্দীন নিঝুম বলেন, সুশিক্ষার অভাব ও পারিপার্শ্বিক অবস্থার বেহাল দশার কারণে আমাদের সমাজের তরুণরা কুপথে চালিত হচ্ছে।তারা মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে টেলে দিচ্ছে।তাদের মাদকাসক্তের কারণেই সমাজের পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়তেছে।ফলে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেখাদেখিতে ভূল পথে পরিচালিত হবে।তাছাড়া একের পর এক অপরাধ করতে তারা পিছ পা হবে না।যা সমাজ ও নিজের জন্য মঙ্গলময় কিছু বয়ে আনবে না।

এমতাবস্থায় সমাজের তরুণদের জন্য সুশিক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরী।”নতুনের আহ্বানে আলোর প্রদ্বীপ্ত শিখা” চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন উল্লেখিত সমস্যা দূরীকরণে ব্যাপক উন্নয়নমুখী ভূমিকা রাখবে।সমাজের প্রত্যেকটি তরুণের জন্য সুন্দর প্লাটফর্ম তৈরী করবে।তাদেরকে সু শিক্ষা ও সৎ কাজে উৎসাহী করে প্রতিযোগিতামূলক সুন্দর মনোভাব তৈরীতে ভূমিকা রাখবে।নিজের ভেতর লুকায়িত সুপ্ত প্রতিভা বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে।তাদের অবসর সময় কাঠানোর সুন্দর অবকাঠামো নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মকে অসামাজিক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, চাঁদুয়াপাড়া জামে মসজিদ পরিচলানা কমিটি’র সভাপতি আব্দুস সালাম চৌধুরী, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফারুক, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন আলী,সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, উপদেষ্টা মোহাম্মদ নেজাম, উপদেষ্টা মোহাম্মদ খোকন , উপদেষ্টা মোহাম্মদ এস্তাক, উপদেষ্টা শাহ আলম।

এছাড়াও সংগঠনের সহ- সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন,অর্থ সম্পাদক,আতারউর রহমান, ধর্ম বিষয়ক মোহাম্মদ ফরহাদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক,মোহাম্মদ সাকিব,সদস্য আরফাত, নজরুল, সাজ্জাদ, নয়ন, সেলিম, জাবেদ, আলম, সানজিদ, রিজান, শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মানার্থে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানে আসা পুলিশ সদস্য মো. শহীদকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের মাঝে হিতকরী’র সহায়তা প্রদান

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ও পরবর্তীতে আগুনে পুড়ে যাওয়া ৬ টি পরিবারের মাঝে মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী সহায়তা প্রদান করেছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল...

“ক্যাম্পাসশান্তি প্রতিষ্ঠায় জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”

ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে ঠিক সেভাবে জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের প্রতিটি সেক্টরে ইনসাফ কায়েম করার জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে...

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ষোলশহর ছাত্রদলের উদ্যোগে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ড ছাত্রদল।রবিবার ( ১লা সেপ্টেম্বর) নগরীর পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের...

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কমিটির সভাপতি এবং মহাসচিব।বুধবার ( ২২ আগস্ট) বিকালে স্বাক্ষরিত এক তালিকায় সভাপতি...