খাগড়াছড়ির রামগড়ের ভূমি ও গৃহহীন ১৩৩ পরিবার নববর্ষে পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। ভূমিহীন ও গৃহীনদের জন্য নাগরিক সুবিধা সম্মিলিত আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের ১৩৩ টি ঘরের নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ পর্যায়ে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পেয়ে খুশি সুবিধাভোগী ভুমিহীন পরিবারগুলো।কেউ কেউ বলছেন তাদের সারা জীবনের দুঃখ কষ্ট দূর হবে। ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখছেন অনেকেই । রামগড় উপজেলার রামগড় পৌরসভা, রামগড় সদর ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন ঘুরে দেখা যায়,রামগড় পৌরসভার ১নং পৌরওয়ার্ডের হকটিলায়১৯ টি এবং পাতাছাড়া ইউনিয়নের বালুখালীতে ২০টি গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে। গুচ্ছ আকারে দৃষ্টিনন্দিন এসব গৃহে আশ্রয়হীন ভাসমান মানুষের মাথা গোজার ঠাঁই হবে।২ কক্ষ বিশিষ্ট ৪শ বর্গফুট আয়তনের প্রতিটি ঘর একটি পরিবারের স্বপ্ন।গরিব অসহায় মানুষের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত ঘরগুলোতে খোলামেলা বারান্দা, রান্নাঘর,স্বাস্থ্য সম্মত সেনেটারি লেট্রিন,বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির ব্যবস্থাসহ নানান সুবিধা রয়েছে।ক্লাস্টার ভিত্তিক স্থাপিত প্রকল্প গ্রামগুলোতে যোগাযোগের জন্য প্রয়োজনীয় রাস্তা,শিশুদের বিনোদনের জন্য খেলার মাঠ,সামাজিক অনুষ্ঠানে সম্পাদন করতে কমিউনিটি সেন্টারও থাকবে। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না সরকারের এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আশ্রয়ন প্রকল্প ২এর আওতায় রামগড় উপজেলায় চতুর্থ পর্যায়ে রামগড় পৌরসভার মধ্যে ২৩ টি, রামগড় ইউনিয়নে ৩৭ টি, পাতাছাড়া ইউনিয়নের ৭৩ টিসহ মোট ১৩৩ টি ঘর প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ৩৪৩ টি ভূমিহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও তদারকি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেয়া হচ্ছে এসব ঘর।
তিনি আরো জানান,দরিদ্র জনগোষ্টীর সুবিধার্থে ও অনুন্নত এলাকাগুলোতে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে দুর্গম এলাকা রামগড় ইউনিয়নের নাজিরাম পাড়া, লালছড়ি, হাতিরখেদা এবং পাতাছাড়া ইউনিয়নের থলিপারা, সালদা পাড়া, তৈচাকমা পাড়া,গুজা পাড়া, বেলছড়ি, বালুখালীতে চতুর্থ পর্যায়ের এসব আবাসস্থল তৈরি করা হচ্ছে।
পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর সরকার প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,সবুজের সমারোহে ঘেরা পার্বত্য অঞ্চলে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর অসচ্ছল,গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে। ভুমিহীনদের পুনর্বাসিত করে ঘর ও জমি প্রদান যা বিশ্বে অদ্বিতীয়।
রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, আশ্রয়ণ প্রকল্প পার্বত্য এলাকার ভূমিহীন, গৃহহীন হতদরিদ্র মানুষকে একটি আশ্রয়স্থল দিয়েছে,দিয়েছে স্থায়ী ঠিকানা। রামগড়ে উপযুক্ত মানুষকে যাচাই- বাছাই করে গৃহ ও ভূমি দেয়া হয়েছে। ঘরগুলোর করা হচ্ছে গুনগত মান সমুন্নত রেখে।